আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৩৪ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ হাজার ৫৭৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৭৫৫ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ১ কোটি ২২ লাখ ২২ হাজার ৭৪৪ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৮৯ হাজার ৪১৬ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪৬২ জনের।
আমাদেরবাংলাদেশ/রিফাত