আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এবার সাম্প্রতিক ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডটনও আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করেন পিটার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
শুক্রবার সকালে গলাব্যথা ও জ্বর নিয়ে তার ঘুম ভাঙে। দ্রুত কুইন্সল্যান্ড হাস্পাতালের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করে পরীক্ষা করা হলে করোনা ভাইরাস পজিটিভ আসে বলে জানান পিটার।
টুইটারে তিনি লেখেন, আজ সকালে গলাব্যথা ও জ্বর নিয়ে আমার ঘুম ভাঙে। পরামরশ অনুসারে বর্তমানে আমি কুইন্সল্যান্ড হাসপাতালেই ভর্তি। এখন ভালো আছি।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে কুইন্সল্যান্ডে বসবাসকারী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসনও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বিশ্বের ১১৮টি দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৮৩ জনের।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম