আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্ক রিয়েস্তার শরীরে কোভিড-১৯ রোগের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর আগে বিশ্বের বেশ কিছু আইনপ্রণেতা এ রোগে আক্রান্ত হন, মৃত্যুর ঘটনাও ঘটেছে ইরানে।
ফ্রান্সের স্থানীয় টেলিভিশন চ্যানেলকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্ক রিয়েস্তার অবস্থা এখন স্থিতিশীল। তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। সোমবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ফ্রান্সের পাঁচজন আইনপ্রণেতাকে ডায়াগনসিস করা হয়েছে।
পাঁচজনের ডায়াগনসিস করে শুধু সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর শরীরেই করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তার মন্ত্রণালয় এ খবর জানিয়ে বলেছে, কয়েকদিন আগে মন্ত্রী ফ্রাঙ্ক রিয়েস্তা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশটির পার্লামেন্টের বেশ কিছু কর্মীকেও ডায়াগনসিস করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম