আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে ড. আব্দুর রশিদের বয়স হয়েছিল ৬৭ বছর। প্রায় দেড় মাস আগে তার করোনা শনাক্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন করোনা ভাইরাসে তার কিছু অর্গান কর্মক্ষমতা হারিয়েছিলো।ড. আব্দুর রশিদ সরকারের জন্ম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামে।
তিনি ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন।গত বছরের সেপ্টেম্বরে তাকে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম