আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ৩১ বছর বয়সী মল্লিকা ছদ্মনাম নিয়েছেন রানি। গত ছয় বছর ধরে বেঙ্গালোরে খদ্দের ধরতে রাস্তার পাশে দাঁড়াতেন তিনি। কিন্তু করোনা ভাইরাসের কারণে তার জীবনে ছন্দপতন ঘটেছে।
আগে তিনি স্থানীয় থেকে শুরু করে বাইরে থেকে আসা ব্যক্তিদের মনোরঞ্জন করতেন বিভিন্ন স্থানে গিয়ে। যা অর্থ রোজগার করতেন তা দিয়ে দুই সন্তানের খরচ দিব্যি চালাতে পারতেন।
কিন্তু করোনাকালে চরম বেকায়দায় পড়েছেন। তবে যৌনকর্মীদের যারা ইংরেজি জানে কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারে, তারা কিছুটা হলেও সঙ্কট কাটিয়ে উঠতে পারছে।
নিজে নিরাপদ থেকে খদ্দের ধরতে এখন প্রযুক্তির ব্যবহার শিখে নিয়েছেন রানি। সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যদের মনোরঞ্জন করে অর্থ আয় করছেন তিনি।
জুম ও স্কাইপের মাধ্যমে অন্যদের মনোরঞ্জন করছেন এই নারী। আর বিনিময়ে অনলাইনে পেমেন্ট নিয়ে নিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম