আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মহামারী করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারালেন ইউরোপের শীর্ষ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ (৭৬)। স্থানীয় সময় ২১ মার্চ স্পেনের একটি হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার ছেলে ফার্নান্দো সাঞ্জ।
স্প্যানিশ গণমাধ্যমকে ফার্নান্দো বলেন, কয়েকদিন আগে বাবার শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। তিনি অসুস্থ বোধ করলে গত বুধবার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাকে । কিন্তু নভেল করোনার সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন তিনি।
করোনায় বাবার বিয়োগে আবেগ তাড়িত হয়ে টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন ফার্নান্দো।
উল্লেখ্য, ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ১০ বছর ক্লাবের পরিচালক ছিলেন লরেঞ্জো সাঞ্জ। ১৯৯৫ সালে তিনি রিয়ালের সভাপতি হন। সাঞ্জের অধীনে অন্যতম সেরা ক্লাবের মর্যাদা পুনরুদ্ধার করে রিয়াল। ৩২ বছরের খরা কাটিয়ে ১৯৯৮ ও ২০০০ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল তারা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম