ঢাকা।। মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও, বেশকিছু দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৮ লাখ ৯১ হাজার ৯৪৫ জন। এছাড়া একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৫৯২ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৪৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২ হাজার ৮৩৩ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭ হাজার ১০৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৮১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। একই সাথে মৃত্যু সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।