ঢাকা।। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস । বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মারণ ভাইরাসে আক্রান্ত ৯ লাখ সাড়ে ৩৫ হাজার জনের বেশি। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন।
ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। দেশটির মারা গেছে ৫ হাজার ১১১ জন। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। ১ লাখ সাড়ে ১০ হাজারের বেশি লোক ভুগছেন এই ভাইরাসের কারণে। এরমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজারের বেশি।স্পেনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। মৃত্য হয়েছে মোট ৯ হাজার ৩৮৭ জনের।এদিকে বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এর মধ্যে ছয় জনের মৃত্যু হলেও ২৫ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘এখনও আমাদের কাছে একটি নতুন ভাইরাস। প্রতিনিয়ত আমরা শিখছি। প্রতিদিন অবস্থার পরিবর্তন হচ্ছে, নতুন তথ্য আসছে, তাই আমাদের পরামর্শও বদলাতে থাকবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম