ঢাকা।। মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৮৯ জন লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে ইতালিতে। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃত্য হয়েছে মোট ৮,২১৫ জন। আক্রান্ত হয়েছে প্রায় ৮০,৫৮৯ জন।
ইতালির পরে মৃতের দিক থেকে এগিয়ে রয়েছে চীন। চীনে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩,২৯২। অন্যদিকে আক্রান্ত হয়েছে ৮১,৩৪০ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় ১,৩০০ জনে। স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গিয়েছে ৪৩৬৫জন। ইরানেও মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২,২৩৪ জনে। ফ্রান্সেও মারা গিয়েছে প্রায় ১৬৯৬ জন।
আ/রি
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম