ঢাকা।। করোনার থাবায় মৃত্যুর মিছিল দীর্ঘই হচ্ছে।সারাবিশ্বে প্রতিদিন নতুন করে হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মানুষ মারাও যাচ্ছে কয়েক হাজার।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারাবিশ্বে ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৪৫ হাজার ০৫ জন।
তবে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র সবাইকে ছেড়ে এখন শীর্ষে অবস্থান করছে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৭০ হাজার ৯৯ জন। এরপরেই রয়েছে ইতালি, সেখানে ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৭ হাজর ৭৫৬ জন, তৃতীয় সর্বোচ্চ মারা গেছে ইতালিতে ২০ হাজার ৪৬৫ জন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম