লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে ১১৫টি মামলা করেছে মোবাইল কোর্ট। এসময় ১৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ১১৫ জনের ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) জেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের একাধিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, মোটরযান আইনসহ বিভিন্ন অপরাধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।