আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা আট লাখ আট হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা দুই কোটি ৩৩ লাখের বেশি। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লাখের বেশি মানুষ।
রোববার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।আক্রান্ত ও মৃতের তালিকায় সবার উপড়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেশে মোট আক্রান্ত ৫৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৮ লাখ ১৭৪ জনের। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৩৫ লাখ ৮২ হাজার ৬৯৮ জন। মৃত্যু হয়েছে ১১ লাখ ৪২ হাজারের বেশি।
ভারত রয়েছে তৃতীয় স্থানে। দেশটিতে ৩০ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৭৪৬ জনে দাঁড়িয়েছে।আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৫তম স্থানে।
শনিবার পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। সরকারি হিসেবে মারা গেছে ৩ হাজার ৯০৭ জন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত