আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ সংবাদ জানিয়েছে।
জাস্টিন ট্রুডোর যোগাযোগ বিষয়ক কর্মকর্তা ক্যামেরন আহমদ এক টুইট বার্তায় বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোফি গ্রেগরি (ট্রুডোর স্ত্রী) কিছু দিনের জন্য আইসোলেশনে থাকবেন। এ মুহূর্তে তিনি ভালোই আছেন এবং সব ধরনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। তাঁর শরীরে রোগের উপসর্গ মৃদুমাত্রায় রয়েছে।’
এদিকে গ্রেগরি ট্রুডোর সংস্পর্শে কারা এসেছেন, তা খুঁজে বের করছেন কানাডার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাস্টিন ট্রুডোর যোগাযোগ বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, কানাডার প্রধানমন্ত্রী ‘সুস্থ আছেন এবং তাঁর শরীরে (করোনার) কোনো উপসর্গ নেই।’
জাস্টিন ট্রুডোর যোগাযোগ বিষয়ক কর্মকর্তা আরো বলেন, ‘পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি (জাস্টিন ট্রুডো) চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকবেন। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যেহেতু তাঁর কোনো উপসর্গ নেই, তাঁর করোনার পরীক্ষা করা হবে না।’
আজ শুক্রবার জাস্টিন ট্রুডো কানাডাবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বলেও জানান তাঁর যোগাযোগ বিষয়ক কর্মকর্তা।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত থেকে জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে চলে গেছেন ট্রুডো। পরে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিও দেন ট্রুডো।
চিকিৎসকরা জানান, যুক্তরাজ্য ভ্রমণ শেষে কানাডায় ফেরার পর গত বুধবার রাত থেকে হালকা জ্বরে ভুগছেন সোফি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম