আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা আতঙ্কে প্রতিদিনই জন্ম নিচ্ছে বিচিত্র সব ঘটনা। যুক্তরাষ্ট্রে করোনা আতঙ্কে গন্তব্য স্থলে যাওয়ার আগেই যাত্রা শেষ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। জানা গেছে, এক যাত্রী হাঁচি দেওয়ার পর ঘুরিয়ে দেওয়া হলো বিমান।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, কলোরাডো থেকে নিউ জার্সিতে যাচ্ছিল বিমানটি। যাত্রাপথে হাঁচি দেয় এক যাত্রী। এতে আতঙ্ক তৈরি হয় গোটা বিমান জুড়ে। সবার ধারণা ওই যাত্রী করোনায় আক্রান্ত। আর প্রাণঘাতি করোনা ঝুঁকি এড়াতে বিমানের বাকি সবার অনুরোধে ঘুরে গেলো বিমান। শেষ পর্যন্ত ডেনভার আন্তজার্তিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের।
তবে যাত্রীদের ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে হাঁচি দেওয়া ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত নয়। এলার্জি জনিত সমস্যার কারণেই যাত্রাপথে তার হাঁচি হয়েছে। আর এই থেকেই বিমান জুড়ে তৈরি হয়েছে শঙ্কা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম