আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কুস্টিয়ায় রোববার সন্ধ্যা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ১১৪ জন। এর মধ্যে ৫ জন সুস্থ হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন এইস এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসফেরতদের বাড়িতে বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে পুলিশ।
রোববার উপজেলার খলিসাকুন্ডি এলাকার প্রায় ২০ জন প্রবাসফেরতের বাড়িতে পুলিশ ক্যাম্পের ইনচার্জ খোরশেদ আলম এ লাল পতাকা টাঙিয়ে দেয়।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ খোরশেদ আলম জানান, দৌলতপুর থানার তত্বাবধানে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে প্রবাস ফেরতদের বাড়িতে বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম