আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কুয়েতে করোনা ভাইরাসে আজ আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বয়স ৫৯ বছর। এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন আট বাংলাদেশি।
কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী কুয়েতে করোনা ভাইরাসে বিভিন্ন দেশের মোট ২ হাজার ৮০ জন শনাক্ত হয়েছেন।
প্রতিদিনকার মতো কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আট বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ৮৫ জন আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী চিকিৎসাধীন ২ হাজার ৮০ জনের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন মোট ৪৬ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪১২ জন।
আজ এক বাংলাদেশি ও এক সোমালীয়ান মৃত্যুবরণ করেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ জনে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম