ঢাকা।। মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও সদর উপজেলার কয়েকটি গ্রামে আকাশ থেকে ছাই পড়ার গুজব ছড়িয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ছিল জনমনে কৌতূহল।
এ ব্যাপারে হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলার এলাকার এক বাসিন্দা জানায়, আকাশ থেকে ছাই সংগ্রহ করে করোনার প্রতিষেধক মনে করে গায়ে মাখছে গ্রামের সাধারণ মানুষ।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ জানান, এটা একটি গুজব। এগুলোতে কান দিবেন না। শিবালয়ের কিছু এলাকায় আকাশ থেকে ছাই পড়ার গুজব রটানো হচ্ছে। মূলত কিছু কৃষক কৃষিকাজের জন্য শিবালয় দরিকান্দী নদীর পাড়ে কাশফুলের বনে আগুন দিয়ে পরিষ্কার করেছে, তার ছাই বাতাসের প্রভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। অহেতুক গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম