আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক কল্যাণ সমিতির সম্মানীত দপ্তর ও প্রচার সম্পাদক আবু সালাম।
গতকাল রাতে চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
আশুলিয়া সাব-রেজিষ্ট্রার প্রচার সম্পাদক জানান, করোনার ভয়কে জয় করে মুক্তি লাভের অভিজ্ঞতা এক অভূতপূর্ব সাফল্য। চিকিৎসকদের নিয়মিত সেবাদান ও সকলের দোয়া ভালোবাসায় সুস্থ হয়ে উঠেছি। করোনা প্রতিরোধে সকলকে জনসমাঘম এড়িয়ে চলার জন্য এসময় তিনি সবাইকে আহবান জানান।
প্রচার সম্পাদকের করোনা জয়ের এ ঘটনায় অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিস, দলিল লেখক কল্যাণ সমিতি সাধারন সম্পাদক আলমগীর হোসেন।
তিনি জানান, দেশের এই ক্রান্তিলগ্নে করোনাকে জয় করে সুস্থ হওয়ায় অভিনন্দন জানাই। যেসকল করোনা যোদ্ধাদের জন্য আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন তাদেরকে ধন্যবাদ। এসময় সবাইকে করোনা প্রতিরোধে প্রয়োজন ছাড়া ঘরে অবস্থানের নির্দেশনা দেন তিনি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম