আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমক থেকে মুক্তির জন্য রাশিয়ার মসজিদে বিরতিহীনভাবে চলছে পবিত্র কুরআন শরীফ খতম। রাজধানী মস্কোর আল জামে গ্রান্ড মসজিদে দেশটির মুফতি সংগঠন মুফতিন কাউন্সিল এ আয়োজন করেন। মুফতি কাউন্সিলের পক্ষে রুশ মুসলমানদের আধ্যাত্মিক নেতা শায়খ রাবি আইনুদ্দিন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন না ঘটে এজন্য আমরা বিরতিহীন কুরআন খতমের আয়োজন করেছি।
মহান আল্লাহর নিকট আমাদের আরজু তিনি যেন এই ওসিলায় আমাদের চলমান সৃষ্ট বিপদ থেকে রক্ষা করেন। আমাদের বিশ্বাস বিশেষ এই ইবাদতের বদৌলতে মহান স্রষ্টা তাঁর বান্দাদের দোয়া কবুল করবেন। উল্লেখ্য, মহামারী করোনায় এ পর্যন্ত বিশ্বের ১৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম