আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভারতের রাজধানী নয়াদিল্লির সবচেয়ে বড় হাসপাতালগুলোর মধ্যে একটি হলো হিন্দু রাও হাসপাতাল। সেখানকার একজন নার্স করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর হাসপাতালে চালানো হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএন ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তর দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের কমিশনার ভার্ষা জোশি বলেছেন, ‘বিগত দুই সপ্তাহ ওই নার্স ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দায়িত্বে থাকায় আমরা হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার তদন্ত করা হবে।’
তিনি আরও জানান, তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত দল গঠন করে পুরো বিষয়টি তদন্ত করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।