ঢাকা।। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ১ এপ্রিল (বুধবার) আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরা হলেন, ব্রঙ্কসে স্বপন রহমান, কুইন্সে মালেকুজ্জামান মানিক (৫৬), এম এ রউফ, ব্রুকলীনে রফিকউদ্দিন এবং ওয়াজি উল্লাহ।
এভাবেই সিটিতে প্রবাসীদের লাশের মিছিল ক্রমান্বয়ে বাড়ছে। বিভিন্ন হাসপাতালের আইসিইউতে রয়েছেন দেড় শতাধিক বাংলাদেশি।
এ যাবত, এই সিটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কুইন্সের ১৪৯৬৬ জন। বুধবার বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ব্রুকলীনে ১২০৭৬, ব্রঙ্কসে ৮৩৯৮, ম্যানহাটানে ৬৯৬০ এবং স্ট্যাটেন আইল্যান্ডে ২৪৮০ জন।
নিউ ইয়র্ক স্টেটে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩০০ জনের। এরমধ্যে অন্তত ৪১ জন রয়েছেন বাংলাদেশি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম