আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জন হয়েছে। একইসঙ্গে নতুন করে বেড়েছে আক্রান্তের সংখ্যা, সবশেষ যা দুই হাজার ৭০০ বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।
সোমবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভাইরাসের সন্ধানস্থল হুবেই প্রদেশে নতুন করে কেউ মারা যায়নি। তবে এ প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছে তিন শতাধিক। আর আক্রান্তদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে শনিবার সকালে এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আক্রান্ত ব্যক্তি ৫০ বছর বয়সী চীনা নাগরিক বলে সংবাদ সম্মেলনে জানান ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জেনি মিকাকস।
অন্যদিকে ইউরোপের দেশ ফ্রান্সে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বাইয়ুন বলেন, আক্রান্তরা সম্প্রতি চীন ভ্রমণে গিয়েছিলেন।
এর আগে চীন বাদে বিশ্বের নয়টি দেশে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়।