আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসের লক্ষনঃ ভাইরাস এ আক্রান্ত রোগীরা নিজেরাই অনুভব করতে পারেন:——-
০১। নাক দিয়ে জল পরা ।
০২। হাচি এবং কাশি ।
০৩। গলা ব্যাথা ।
০৪। শুকনা কাশি ।
০৫। শ্বাসকষ্ট ।
০৬। জ্বর(১০০ ডিগ্রি বা বেশি) ।
০৭। শ্বাস কষ্ট (গুরুতর ক্ষেত্রে) ।
০৮। পাতলা পায়খানা ( severity বেশি হলে) ।
তাই উপরোক্ত লক্ষন যদি থাকে আপনার প্রথম কাজ ঘরেই থাকুন ।
জ্বর, ঠান্ডা, কাশি হলে ডাক্তারের কাছে আগেই আসার দরকার নেই । নিম্নোক্ত প্রেসক্রিপশনে সাতদিন ঔষধ খেতে থাকুন ।
Tab. Napa rapid 500mg/Napa Extend/ 665mg ( ভরা পেটে) ।
১+১+১——————– ৭দিন ।
Tab. Deslor / Tab. Fexo (120/180)
১+0+১———–৭ দিন ।
Tab. Monas/Trilock/Lumona10mg
০+০+১———-৭দিন ।
Syp.Ambrox/ Dexpofen/Tuska plus
২ চামচ করে ৩ বেলা———– ৭দিন
(কাশি বের হলে) ।
Tab.Ometid 20mg
১+০+১————- ৭ দিন
( খাবার আগে) ।
যদি শ্বাসকস্ট হয় :——
Inhaler Bexitrol F
১ কাফ ১২ ঘন্টা পর পর। হাপানি রোগীরা বাড়িতে আগে থেকে অবশ্যই নেবুলাইজার মেশিন রাখবেন এবং windal plus দিয়ে নেবুলাইজ করবেন । অন্যান্যঃ প্রচুর পরিমান পানি খাবেন, গরম পানি খাবেন, গরম পানির কুলকুচি করবেন। ৭ দিন ঘরে অবস্থান করবেন,মাস্ক পরিধান করবেন, হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে পরিস্কার করুন,হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন দোয়াপড়ুন: বেশি বেশি (মুসলিমদের জন্য)
০১। আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল জুনুনি,ওয়াল জুযামি,ওয়া মিন শাইয়্যিল আসক্বম ।
০২। সুরা ফাতিহা প্রতিদিন ০৭ বার ।
০৩। সুরা ইখলাস ০৩ বার, সুরা ফালাক ০৩ বার, এবং সুরা নাস ০৩ বার করে পড়ুন। ০৭ দিন পরও সুস্থ না হলে করোনা ভাইরাস চিকিৎসার নির্দিষ্ট হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন ।
আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে আইইডি সিআর ( IEDCR) খবর দিন ।
যোগাযোগ ঃ 16263,
# 01550064901-05
# 01401184551,
# 01401184554-56,
# 01401184559-60
# 01401184559-60
# 01401184563,
# 01401184568
# 01927711784-85
# 01937000011
# 01937110011
In sha Allah will save us from this disaster…
এটি শেয়ার করে সকলকে অবহিত করুন, আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে । Dr. Sumaiya Simu