আমাদেরবাংলাদেশ ডেস্ক।।এবার বলিউডের কাপুর পরিবারে পড়লো করোনার থাবা। খ্যাতনামা প্রযোজক বনি কাপুরের ছেলে ও অভিনেতা অর্জুন কাপুর মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সামাজিক মাধ্যমে তিনি নিজেই আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।ইনস্টাগ্রামে অর্জুন কাপুর লেখেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার করোনা ভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। তবে আমি একদম সুস্থ আছি এবং আমার কোনো উপসর্গ নেই। চিকিৎসক ও যথাযথ কর্তৃপক্ষের পরামর্শে আমি নিজেকে বাসায় আইসোলেটেড করে রেখেছি।
তিনি আরও লেখেন, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার স্বাস্থ্যের সকল আপডেট আপনাদের নিয়মিত জানাবো। আমি বিশ্বাস করি মানবতা দিয়ে আমরা এই ভাইরাসকে জয় করবো। সবার প্রতি ভালোবাসা, অর্জুন।
২০১৯ সালে সর্বশেষ পানিপথ সিনেমার মধ্যমে অর্জুন কাপুরকে পর্দায় দেখা যায়। এছাড়া সম্প্রতি তিনি ঘোষণা দেন আসন্ন হরর-কমেডি ‘ভূত পুলিশ’ সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম