আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সচেতন হোন, নিরাপদ থাকুন,নিরাপদ রাখুন,এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।
আজ ঢাকা জেলার সকল পুলিশ সদস্যেদের মাঝে savlon hand sanitizer, Hand Gloves, মাস্ক, সিকোন ভিটামিন সি, জিংক ও ভিটামিন বি কমপ্লেক্স বিনামূল্যে বিতরণ করেন।
এ সময় প্রত্যেক পুলিশ সদস্যকে ১ মাসের জন্য ৩০ পিস করে জিংক ট্যাবলেট প্রদান করা হয়। জিংক ট্যাবলেট প্রদানের কারণ হচ্ছে এতে রয়েছে জিংক ও ভিটামিন-বি কমপ্লেক্স যা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে,
এবং করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা করবে, এই করোনা ভাইরাস যাতে পুলিশ সদস্যদের শরীরে প্রবেশ করে অসুস্থ না করতে পারে সেজন্যই সকল পুলিশ সদস্যদের মাঝে জিংক ট্যাবলেট বিতরণ করা হয়।