আমাদের বাংলাদেশ ডেস্ক।।নিজেদের তৈরি করোনাভাইরাস টিকার প্রথম নমুনা অনুমোদন দিয়েছে চীন। দেশটির সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) রোববার এ তথ্য জানিয়েছে।
এক টুইট বার্তায় তারা জানায়, চীন তাদের প্রথম করোনাভাইরাস টিকার নমুনা অনুমোদন দিয়েছে। পিএলএ সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন উইয়ের টিম এটা তৈরি করেছে। সিজিটিএন জানায়, এর আগে দ্বিতীয় ট্রায়ালে টিকা নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে এবং এটা রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করেছে।
জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত ডাটার উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, করোনা টিকার এই প্রার্থী ‘নিরাপদ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করেছে’।সেখানে বলা হয়, ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন ‘সুস্থ স্বেচ্ছাসেবীর’ ওপর এই গবেষণা চালানো হয়েছে।
প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয় ৯৬ জন এবং দ্বিতীয় ধাপে ২২৪ জনের ওপর পরীক্ষা চালানো হয়।এদিকে শনিবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশটির প্রথম করোনা টিকার উৎপাদন শুরু করেছে। তারা জানিয়েছে, সাধারণ মানুষকে টিকা দেয়ার আগে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের এটা দেয়া হবে।
গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম করোনাভাইরাস টিকার অনুমোদন দেয় রাশিয়া। দেশটির গামালেয়া রিসার্চ ইন্সটিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এটি তৈরি করেছে।
আমাদের বাংলাদেশ/রিফাত