নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমক থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মুক্ত রাখার জন্য তাদের নিরাপত্তায় ঢাকা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন। দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে রেইনকোট, ফুল হাতা শার্ট, হ্যান্ড গ্লাভস, এবং মাক্স পরার জন্য সকলকে আহ্বান করেন।
করোনা প্রতিরোধে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ঢাকা জেলা পুলিশ। এরই অংশ হিসেবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিরাপদ থাকতে করনীয় ও বিশেষ সচেতন করছেন। সরকারের প্রতিটি নির্দেশনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে তা মানতে আহবান জানাচ্ছে ঢাকা জেলা পুলিশ। এজন্য, আইন-শৃঙ্খলার দায়িত্বে ব্যবহৃত পুলিশের গাড়ি গুলোতে লাগানো হচ্ছে সচেতনতামূলক পোস্টার। সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে লিফলেট হ্যান্ডবিলসহ অন্যান্য প্রচারপত্র। পুলিশের গাড়িতে মাইক লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন ঢাকা জেলার সকল থানার পুলিশ সদস্যরা।
অন্যদিকে, ঢাকা জেলা পুলিশের সকল ইউনিটে পুলিশ লাইনস, পুলিশ অফিস, ও অন্যান্য অফিসগুলোতে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম (অ্যাকসেস কন্ট্রোল) চালু করা হয়েছে। করোনা ভাইরাসের প্রতিরোধ সংক্রান্তে থানা পুলিশের ইউনিটগুলো একযোগে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে নেওয়া হয়েছে ব্যবস্থা।
ঢাকা জেলা পুলিশ সুপার জানান, দেশ ও দেশের মানুষের কল্যাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে ঢাকা জেলা পুলিশ।করোনা ভাইরাস মোকাবেলা সহ মানুষের যে কোনো প্রয়োজনে পুলিশ সদস্যরা পাশে থাকবে। যেকেন সমস্যা নগরবাসীকে সেবা দিতে প্রস্তুত আমাদের পুলিশ সদস্যরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ,এফ,এম সায়েদ,ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রেজাউল হক দিপু এর কাছে করোনা সচেতনা বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক কে বলেন তিনি করোনা ভাইরাস থেকে ঢাকা জেলার পুলিশ সদ্যস্যেদের মুক্ত রাখতে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মহোদয় স্যার এর জেলা পুলিশ ঢাকায় ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যেদের রেইনকোট, ফুল হাতা শার্ট, হ্যান্ড গ্লাভস এবং মাক্স পরার জন্য নির্দেশ প্রদান করছেন ও সকলকে সচেতন হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।