ঢাকা।। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বে একদিনে (২২ এপ্রিল) প্রাণ গেছে সাড়ে ৬ হাজারের বেশি মানুষের। শুধু যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩ শ’র বেশি। বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৫ হাজার ৫০৪ জন। নতুন করে বিশ্বে আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৯৫৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২৬ লাখ ৩৭ হাজার ৭০৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭ লাখ ১৭ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে একদিনে ২ হাজার ৩৪১ জন মানুষ মারা গেছে এই ভাইরাসে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ৪৭ হাজার ছাড়ালো। একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৪৮ হাজারের ৭১৭ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে। নতুন ৬৬১ জনসহ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে রাজ্যটিতে।
এদিকে, ইউরোপের দেশ ইতালিতে একদিনে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৪৩৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো । মোট আক্রান্ত ১ লাখ ৮৭ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ফিরেছে সাড়ে ৫৪ হাজার মানুষ।
অপরদিকে, ইউরোপের আরেক দেশ ফ্রান্সে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫৪৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৫৯ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ফিরেছে প্রায় সাড়ে ৪০ হাজারেরও বেশি মানুষ।
এদিকে, যুক্তরাজ্যে করোনায় ২৪ ঘন্টায় আরও ৭৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮ হাজারেরও বেশি । দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।
অপরদিকে, স্পেনে নতুন করে প্রাণ গেছে আরও ৪৩৫ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ২১ হাজার ছাড়ালো। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৮ হাজারের বেশি মানুষ। যদিও দেশটিতে মৃতের সংখ্যা গত সপ্তাহের চেয়ে কমে এসেছে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় ইরানে ৯৪, বেলজিয়ামে ২৬৪, জার্মানিতে ২২৯ জন, ব্রাজিলে ১৬৫ , নেদারল্যান্ডে ১৩৮, কানাডায় ১৪০, রাশিয়ায় ৫৭ এবং ভারতে ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম