আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাঙ্গামাটির কর্ণফুলি নদীতে নৌকা ডুবির ঘটনায় এখনো দুই জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবরি দল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কেপিএমের কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে একটি নৌকা ডুবে দুই নারীসহ তিন জন নিখোঁজ হন। তারা হলেন দেবলীনা এবং মা-ছেলে টুম্পা মজুমদার ও বিজয় মজুমদার। পরে এক জনের মরদেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া নৌকায় ৪৭জন যাত্রী ছিল বলে জানা গেছে।
আরও দেখুনঃ করোনায় এই প্রথম ফ্রান্সে একজনের মৃত্যু
এদিকে একইদিনে কাপ্তাই লেকে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫জনের মরদেহ তাদের স্বজনদের কাছে গতকালই রাত ১১টায় বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতের প্রতি পরিবারকে ২০হাজার টাকা করে দেয়া হয়েছে বলে জানান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান নুরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম