কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি :কর্ণফুলী উপজেলার ৬০টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২১৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা প্রাঙ্গনে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে জাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) পোনা বিতরণ করা হয়।
চলতি অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ বিতরণ ও অবমুক্তকরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা.ডাঃ মোঃ রাকিবুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষিবিদ লিসোবি আক্তার শান্তা, সমাজসেবা অফিসার, সবুর আলী,উপজেলা মৎস্য অফিসার, মোঃ আব্দুল আলিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলিম জানান, সরকার মৎস্য খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর রাজস্ব বাজেটের আওতায় প্রতিষ্ঠানিক ও সরকারি-বেসরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে থাকে। এর ফলে স্থানীয় জনগণ স্বল্প ব্যয়ে পুষ্টিকর মাছ পাওয়ার সুযোগ পায় এবং পাশাপাশি দেশের সামগ্রিক মাছ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম