মৌলভীবাজার সংবাদদাতা।। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক, মৎস্যজীবী, নির্মাণ শ্রমিকদের মধ্যে 'মাননীয় প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে 'মাননীয় প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ৫০০ জন ক্ষতিগ্রস্ত ব্যাক্তিকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগী হিসেবে ৩০০ জন পরিবহণ শ্রমিক, ১০০ জন মৎস্যজীবী ও ১০০ জন নির্মাণ শ্রমিক ছিলেন।
ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
উল্লেখ্য,উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি পরিমাণ চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম