কলাপাড়া (পটুয়াখালী), সংবাদদাতা: ১৭ ডিসেম্বর: কলাপাড়ায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভার মাধ্যমে যুব ফোরাম গঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকলে পৌরশহরের মঙ্গলসুখ সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এনজিও রূপান্তরের আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভার সঞ্চালনা করেন প্রকল্পের ফিল্ড অফিসার গোলাম মোস্তফা। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা সমন্বয়কারী অনুপ রায়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও সাংবাদিক তুষার হালদার। উপজেলার ১২টি ইউনিয়নের ৩০জন যুব প্রতিনিধি এসভায় উপস্থিত ছিলেন। সকলের সম্মতিক্রমে উপজেলা যুব ফোরাম আহবায়ক নির্বাচিত হন মোঃ আল আমিন, যুগ্ন আহবায়ক মোচো ও শ্রদ্ধা ভট্টাচার্য স্নেহা। সভায় ৩০ সদস্য বিশিষ্ট কলাপাড়া উপজেলা যুব ফোরাম গঠিত হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম