কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা বরকাতুল্লা অভি গাজীর হত্যার বিচার দুই বছর ছয় মাস হলেও কোন বিচার মেলেনি। ২০১৭ সালের মে মাসের প্রথম তারিখ সন্ধা ৬.৩০ মিনিটে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোডের কালভার্ট নামক স্থানে কলাপাড়া উপজেলা যুবদল সভাপতি আক্কাস গাজীর নেতৃত্বে,অভি গাজীকে নৃসংস ভাবে কুপিয়ে হত্যা করে। ৩ মে অভি গাজীর বাবা গাজী হুমান কবির বাদি হয়ে গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে প্রধান আসামী করে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে গাজী হুমান কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমার বড় ছেলে অভি গাজীকে নৃসংস ভাবে হত্যা করার পর আমি কলাপাড়া থানায় গাজী আক্কাসসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করি। কিছুদিন পর প্রধান আসামি সহ আরও কয়েক আসামীদের গ্রেফতার করেন পুলিশ। বর্তমানে প্রধান আসামি আক্কাসসহ ১৭ জন জামিনে আছে। তিনি আরও জানান, জামিন প্রাপ্ত আসামি গন আমাকে ও আমার মেঝ ছেলে হাসানুজ্জামান অমি গাজীকে প্রতিনিয়ত প্রান নাশকের হুমকি ধামকি দিচ্ছে। আমি আমার পরিবার নিয়ে জীনের নিরাপত্তা হীনতায় ভ’গছি।