কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ার ঐতিহ্যবাহী সিকদার বাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির ব্যাপক ভোটে নির্বাচিত সাধারন সম্পাদক পটুয়াখালী জেলা পরিষদের সদস্য তৃনমূল নৌকা প্রেমিদের প্রিয় নেতা কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সফল সভাপতি ফিরোজ সিকদার।
জানাযায়, ফিরোজ সিকদার ১৯৯৫ সালে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগে যোগদান করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কলাপাড়া উপজেলায় ব্যাপক কাজ করেন। তার কাজের মূল্যায়ন করে স্থানীয় আওয়ামীলীগের নেতারা ২০০৩ সালে তাকে কলাপাড়া পৌর শহর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত করেন। এরপর তৃনমূল নেতাকর্মীদের সমর্থন নিয়ে ২০০৩ সালে শেষের দিকে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। এর ধারাবাহিকতায় ২০০৪ সালের উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ লাভ করেন।
বর্তমানে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে কলাপাড়া রাজপথে আন্দোলন করতে গিয়ে একাধীকবার হামলা-মামলার শিকার হন। বর্তমানে ধারাবাহিক ভাবে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির পাশাপাশি কলাপাড়া রয়েছে তার রয়েছে বরিশাল বিভাগের এক মাত্র পোষাক তৈরির কারখানা সিকদার বুটিকস হাইজ নামের একটি প্রতিষ্ঠান এখানে প্রায় শতাধীক নারী-পুরুষ শ্রমিকদের কর্মস্থলের সুযোগ করে দিয়েছেন তিনি।