কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে ¯øুইজ গেটের ইট চুরি করে নিয়ে জাওয়ায় বাধাঁ দেয়ার কারণে এক জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ।
১৮ অক্টোবর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া সু্ইচ গেটের ইট একই গ্রামের বারেক গাজীর ছেলে দেলোয়ার গাজী ও খালেক গাজীর ছেলে বেল্লাল গাজী চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধাঁ দিলে পার্শ্ববর্তী বাড়ির এরশাদ খানকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে আহত এরশাদ জানান, সু্ইজ গেটের সরকারি ইট চুরি করে নিয়ে জাওয়ার সময় আমি বাধাঁ দিলে আমাকে পিটিয়ে আহত করে । আহত এরশাদকে তার শ^জনরা প্রাথমিক চিকিৎসা করাহয়েছে বলে জানাগেছে। এব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে আহত এরশাদ জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম