নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনো থাকার সন্দেহে অভিযান পরিচালনা করছে র্যাব-২।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটা থেকে অভিযান শুরু হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক লে. কর্ণেল আশিক বিল্লাহর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। বাইরের লোকজন কেউ ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
র্যাব-২ সূত্রে জানা গেছে, গোয়েন্দা সূত্রে র্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়া চক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়া আসর চলছিলো। এমন খবরে এখানে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।