কাউখালী প্রতিনিধি।। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় পিরোজপুরের কাউখালীতে সোমাবর দুপুরে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলার কর্মহীন, শ্রমজীবী, অসহায়, দুঃস্থ ১ হাজার ৮শত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে তৃতীয় পর্যায়ে খাদ্যসামগ্রী এবং ঈদের কাপড় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ওসি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম