প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ
কাউখালীতে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি।। পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার দুপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন, এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,পরিসংখ্যান অফিসের পলাশ কুমার রায়সহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম