কাউখালীতে ডায়েরিয়া প্রকোপ বৃদ্ধি পেয়েছে
- প্রকাশের সয়ম :
রবিবার, ১০ এপ্রিল, ২০২২
-
১১১
বার দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডে দেখা গেছে দিন দিন ডায়েরিয়ায় আক্রাস্ত রোগীদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে বয়:বৃদ্ধ ও শিশুরা বেশী আক্রান্ত হচ্ছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে গিয়ে দেখা গেছে শিশুসহ তিনজন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ডায়েরিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে। ডায়েরিয়া ওয়ার্ডে পর্যাপ্ত ফ্যান না থাকায় রোগীদের দূর্ভোগ আরো বেড়েছে। এর আগে গত এক সপ্তাহে ২০ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে। দুই বছর বয়সী ফাতেমা ডায়েরী রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে। তার মা জানান আমাদের এ ওয়ার্ডে সকল ফ্যানগুলো নষ্ট থাকার কারনে আমাদের বাচ্ছাদের নিয়ে খুবই কষ্টে আছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন সরবরাহ রয়েছে তাবে শিশুদের এন্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের সিরাপ এর সংকট রয়েছে। তিন আরো বলেন প্রচন্ড গরমের কারণে ডায়রিয়া বেড়েছে। অতিতের যে কোনো বছরের তুলনায় এবার ডায়রিয়ায় আক্রান্তের হার বেশি। এর হাত থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media