কাউখালী সংবাদদাতা।। কাউখালীতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৩) বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে।
জানা যায়, উপজেলার মাগুরা গ্রামের ইমাম হোসেনের কন্যা পূর্ব আমড়াজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে তার অভিভাবকরা বিয়ের জন্য ওই ছাত্রীর অমতে শনিবার সকালে মেয়ের বাড়িতে বসে বিয়ের পাকা কথা পার্শ্ববর্তী ঝালকাঠী উপজেলার বর পক্ষের সাথে চলছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ছাত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।
পরে নির্বাহী অফিসার ওই ছাত্রীকে সাথে করে বিদ্যালয়ে নিয়ে এসে ক্লাসে বসিয়ে দেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন।