পিরোজপুর প্রতিনিধি।। পিরোজপুরের কাউখালীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্প উপজেলা নাগরিক অধিকার দল এর বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে সভায় কাউখালী উপজেলা নাগরিক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, ওসি তদন্ত রাজিব হাসান, নাগরিক উদ্যোগের ঢাকা সিনিয়র কর্মসূচী কর্মকর্তা আবু নাছের মাসুদ, কাউখালী এরিয়া অফিসার উত্তম কুমার রায়। সভা পরিচালনা করেন নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার এবিএম রাকিবুল ইসলাম।
সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, মানবাধিকার লংঘনজনিত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। কাউখালী উপজেলা নাগরিক দলের নতুন কমিটিতে মোঃ মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আকলিমা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কাউখালীতে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই ১০ লক্ষধিক টাকার ক্ষয়-ক্ষতি
পিরোজপুর প্রতিনিধি।। পিরোজপুরের কাউখালী থানার পার্শ্ববর্তী দোকানে রাত দশটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।
জানা যায় বুধবার রাত ১০টা দিকে কাউখালী থানা সংলগ্ন মোবাইল ডটকম এন্ড কসমেটিক্স নামে একটি দোকানে আগুন লাগে। মূহুর্তের মধ্যে পাশ্ববর্তী দুই দোকানে আগুনে লেগে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানায় যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত। খবর পেয়ে কাউখালীর ফায়ার সার্ভিস ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু , উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার আশ্বাস দেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম