পিরোজপুর প্রতিনিধি।।খুলনা-বরিশাল মহাসড়কের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কচা নদীতে ৮ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু (বেকুটিয়া ব্রিজ) স্থাপিত হয়। উক্ত বেকুটিয়া ব্রিজে দূর-দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসেন।
আগত লোকজন/পর্যটকগন বিকেল বেলায় অস্তমিত লাল সূর্যেও অপরূপদৃশ্য এবং পরন্ত বিকেলের নদীর নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করে থাকেন। দর্শনার্থী এবং পর্যটকদের কথা বিবেচনা করে জেলা প্রশাসন পিরোজপুর এবং উপজেলা প্রশাসন কাউখালী’র উদ্যোগে ব্রিজের নিচে একটি দৃষ্টিনন্দন গোলঘর এবং রিভারভিউ এন্ড গ্রীণ ইকো-ট্যুরিজম স্থাপন করা হয়। উক্ত গোলঘর এবং রিভারভিউ এন্ড গ্রীণ বেকুটিয়া ইকো-ট্যুরিজম গত ২৭ মার্চ২৪ তারিখ পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান উদ্বোধন করেন।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম