স্টাফ রিপোর্টার:
পদ্মা সেতুতে ষষ্ঠ স্প্যান বসানোর কাজ চলছে। সকালে জাজিরা পয়েন্টে ওই স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। এর আগে মঙ্গলবার ভাসমান ক্রেনে করে স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া থেকে জাজিরা প্রান্তে নেয়া হয়। ৪১ স্প্যানের মধ্যে পাঁচটির কাজ আগেই শেষ হয়েছে।
স্টিলের তৈরি ৩ হাজার ২০০ টনের স্প্যানটি বসলে সেতুর প্রায় এক কিলোমিটার দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। সবশেষ গত বছরের জুনে বসানো হয় সেতুর পঞ্চম স্প্যান। তবে, নকশা জটিলতা, নাব্য সংকটসহ নানা সমস্যায় সেতুর ৩৭ ও ৩৬ নম্বর পিলারে বসানো যায়নি ষষ্ঠ স্প্যান। মাওয়া প্রান্তে ও নদীর মাঝ অংশে পুরোপুরি শেষ হয়েছে ১৬টি পিলারের কাজ।
আর চলমান রয়েছে ১৫টির। এদিকে, মূল সেতুর পৌঁনে এক কিলোমিটার কাঠামোতে স্থাপন করা হয়েছে ১১২টি রেল লাইনের স্ল্যাব। আগামী মাসে বসবে ২২ মিটার দৈর্ঘ্যের রোড স্ল্যাব। এরই মধ্যে ইয়ার্ডে প্রস্তুত করা হয়েছে ২০০টি রোড স্ল্যাব। কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছরের মধ্যে চালু হবে পদ্মা সেতু।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম