আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটের ভেতরেও থেমে নেই কাতারের ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি। বসে নেই ফিফাও।
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বুধবার পরিদর্শন করেছেন কাতারের নতুন নির্মিত আল বাইত স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা ৬০ হাজার।
আরবদের ঐতিহ্যবাহী তাবুর আদলে করা হয়েছে এর নকশা। নির্মাণকাজ একেবারে শেষ পর্যায়ে। আল বাইত স্টেডিয়ামেই ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের বেশ কয়েকটা খেলা আয়োজিত হবে এই মাঠে।
একটা কোরে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল ম্যাচও হবে এখানে। সব মিলিয়ে আট ভেন্যুতে হবে আগামী বিশ্বকাপ যার মধ্যে তিনটি পুরোপুরি প্রস্তুত।
আল বাইয়াত স্টেডিয়াম পরিদর্শন শেষে ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, এই মাঠ স্থানীয় আবহের সাথে দেবে ফুটবলের সত্যিকারের স্বাদ।