নিজস্ব প্রতিবেদক কাপ্তাই : রাঙ্গামাটি জেলার কাপ্তাই ট্রাফিক বিভাগ এর উদ্যোগে মঙ্গলবার (৫ নভেম্বর) বাঙ্গালহালিয়া বাজার, রাজস্থলী বাজার এবং চন্দ্রঘোনা ফেরিঘাটে সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে যানবাহন মালিক,চালক ও সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও প্রচারণা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মদ খান,
কাপ্তাই ট্রাফিক ইন্সপেক্টর ( টি আই) তারক চন্দ্র পাল,বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ শহিদ,এ টি এস আই ইব্রাহিম,ও আকতার সহ মালিক ও চালকবৃন্দ।বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান জানান। এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র ঠিক রেখে সড়কে গাড়ি চালানোর জন্য আহবান জানান। উল্ল্যেখ যে,চলতি মাসের ১ নভেম্বর হতে নতুন সড়ক আইন বাস্তবায়ন এর লক্ষ্যে দেশব্যাপী চালক, মালিক এবং পথচারীদের সচেতন করা হচ্ছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম