জয়পুরহাট।। স্বপ্ন পূরণ একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। যা মূলত কিছু স্কুল,কলেজ ও বিশ্ব বিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীরা যৌথভাবে পরিচালনা করে। স্বেচ্ছাসেবা মূলক কর্মকান্ডের প্রায় সব কাজ গুলোই তাদের কাজের অন্তর্ভুক্ত।
সংগঠনটির কার্যদিবসের এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে কালাই সরকারি মহিলা কলেজে বিতর্ক, কুইজও ছোটদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন এর আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার খাদ্য পরিদর্শক মাহফুজা শারমিন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদ,
সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি এম.আই মুরাদ বলেন, আমরা গত ১ বছরে ৯ টি বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি। যার প্রত্যেক টায় ছিলো মানুষের সেবা এবং মান উন্নয়নের স্বার্থে। এই দীর্ঘ সময়ে অনেক মানুষ আমাদের পাশে ছিলেন, অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ফাহিম, রাতুল, সাব্বির, প্রিন্স, নিয়াজ মোরশেদ, তুহিন, হিমু, নাইম, সৈকত, নাতাশা, সাদিয়া, রুমি, সেমি, রাবেয়া সহ অনেকে ।
উপস্থিত অতিথিবৃন্দরা, সংগঠনটির আগামীর জন্য শুভ কামনা জানান এবং পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।