সৈয়দ মেহেদী হাসান।। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ছয় পোশাক শ্রমিকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।আক্রান্ত ওই শ্রমিকরা কাশিমপুর মন্ডল গ্রুপের আলীম নীট ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় চাকুরী করেন।
গত ১০মে শ্রমিকরা কারখানার গেইট দিয়ে ভিতরে প্রবেশকালে থার্মাল স্ক্যানারে এগারো শ্রমিকের দেহে অতিরিক্ত তাপমাত্রাসহ করোনা ভাইরাসের লক্ষণ ধরা পড়ে।
এসময় করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে কারখানার নিরাপত্তাকর্মীরা ওই পোশাক কর্মীকে কারখানায় প্রবেশ করতে না দিয়ে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। নমূনা সংগ্রহ ও পরীক্ষা শেষে ওই কারখানার ছয় শ্রমিকের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়।
আক্রান্ত শ্রমিকরা কাশিমপুর থানাধীন নয়াপাড়া, রওশন মার্কেট, সুরাবাড়ি, বারেন্ডা ও মোল্লা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে চাকুরী করেন।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত শ্রমিকদের হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং বাড়ি গুলো লকডাউন করা হয়েছে।