ষ্টাফ রিপোর্টার:
রাজশাহী-ঢাকা রুটে কোনোভাবেই থামছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। এধরনের নির্মম ঘটনার শিকার হচ্ছে ট্রেনের যাত্রীরা। গেলো দু’বছরে নিহত হয়েছেন খোদ রেলের এক কর্মকর্তাসহ দু’জন। আর চলতি বছরেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে ৫৫টি। এতে যাত্রী হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদেশ থেকে আমদানি করা ট্রেনের দামী কোচগুলোও। এ অবস্থা ভাবিয়ে তুলেছে রেলওয়ে কর্তৃপক্ষকে।
গেলো রোববার রাতে বাবার সঙ্গে আন্তঃনগর ট্রেন পদ্মায় চড়ে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল চার বছরের শিশু সালমান জাহান জিসান। সিরাজগঞ্জের জামতৈল ও মনসুর আলী স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বুলেটের মতো শিশু জিসানের মাথায় আঘাত হানে পাথরটি। এতে রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। পরের স্টেশনে ট্রেনে নেমে হাসপাতালে নেয়া হয় জিসানকে।
এর আগে এভাবে চলন্ত ট্রেনে ছোঁড়া পাথরের আঘাতে নিহত হয়েছেন রেলের টিকিট চেকার শিকদার বায়েজিদ ও প্রকৌশলী প্রীতি দাস। তবুও চলছে পাথর নিক্ষেপ। তবে এধরনের ঘটনা থামাতে মসজিদে মসজিদে চলছে সচেতনতা সৃষ্টি।রেলওয়ে কর্তৃপক্ষ জানাচ্ছে, মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হচ্ছে, জাতীয় সম্পদ রেলও।
রেলওয়ে আইনের ১২৭ ধারায় ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে যাবজ্জীবন জেলসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান আছে। কিন্তু এ পর্যন্ত এ ধরনের ঘটনায় বিচারের নজির সৃষ্টি হয়নি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম