চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। কুকুরের কামড়ে চরফ্যাশনে ১৩জন আহত হয়েছে। উপজেলার পর্যটন এলাকা বেতুয়া প্রশান্তি পার্ক,আসলামপুর,মাদ্রাজ হামিদপুরও জিন্নাগড় ফ্যাসনগঞ্জ এলাকায় কুকুরের কামড়ে ১৩ জন নারীপুরুষ ও শিশুকে আহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২২জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই কুকুরটির কামড়িয়ে তাঁদর আহত করেন বলে চিকিৎসকরা জানান। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাঁদের ভেক্সিন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন, ফ্যাসনগঞ্জের বাসিন্দা মিজান (২১) জিন্নাগড়ের বাসিন্দা রাকিব (৪) মাদ্রাজের বাসিন্দা শাহিনুর (২২) আসলামপুর আয়শাবাগের বাসিন্দা ফরহাদ (৯) একই এলাকার বাসিন্দা ইয়াছিন (৬),হামদিপুরের বাসিন্দা সামিয়া (১৭) আটকপাট এলাকার মেহেদী হাসান (১০) আয়েশাবাগ এলাকার সানজিদা (৭) আহাদ (৭) নতুন স্লুইসগেট এলাকার জিহাদ (১১) আসলামপুরের সারমিন (৬) বেতুয়া স্লুইসগেট এলাকার আলাউদ্দিন (৩৫) ফাতেমাবাদ গ্রামের নুহা (৫)।
তবে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন জমাদার বলেন, চরফ্যাশনে অন্তত ৩০জন কুকুরের কামড়ে আহত হয়েছে। অনেকেই হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিসা নিয়েছেন। স্থানীয় বাসীন্দা রিশাদ রহমান ও নুরুল্লাহ ভূইয়া বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় এমন উদ্বেকজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বশাক বলেন, আহতদের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা ও ভেক্সিন দেয়া হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম