কুবিতে ঈদে মিলাদুন্নবী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
-
৮৬
বার দেখা হয়েছে

কুবি প্রতিনিধি।। ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ এ আলোচনা সভায় আলোচক হিসেবে ঈদ-ই-মিলাদুন্নবীর গুরুত্ব, তাৎপর্য, সমাজে ঈদ-ই-মিলাদুন্নবী নিয়ে প্রচলিত বিভিন্ন ধারণা খণ্ডন করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক প্রফেসর ড. এস. এম রফিকুল আলম। এছাড়া আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামীয়া আলিয়া কামিল অধ্যক্ষ আল্লামা মুফতী মুহাম্মদ আবদুল মতিন।
ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উদযাপন পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মোহাম্মদ জব্বার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. শামীমুল ইসলাম, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম মনিরুজ্জামান। আলোচনা সভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ।
আলোচনা সভায় কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media